দোহারের রাইপাড়া ইউনিয়নের চর নাগের কান্দায় ব্রিজ নির্মান করে একীভূত করা হবে

দোহারের রাইপাড়া ইউনিয়নের চর নাগের কান্দায় ব্রিজ নির্মান করে একীভূত করা হবে
আবুল হাশেম ফকির ঃ
ঢাকার দোহারে আসন্ন ইউপি  নির্বাচনকে সামনে রেখে উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর নাগেরকান্দা গ্রাম এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত অব্যাহত রয়েছে।
 গতকাল ১৩ ডিসেম্বর  সোমবার   বিকেলে রাইপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর নাগের কান্দা  গ্রামের বটতলা সংলগ্ন আলিম মাহমুদের বাড়ির উঠানে এ উঠান বৈঠক ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 মাওলানা কামরুল ইসলামের কোরান তেলওয়াত এর মাধ্যমে
দোয়া মাহফিলে আমজাদ হোসেন উপস্থিত হলে সেখানে স্থানীয় ভোটারা তাকে করতালির মাধ্যমে বরণ করে নেন।
এলাকাটিতে উন্নয়ন ও যোগাযোগ ব্যাবস্থা সন্তোষ জনক না হওয়ায় ইউনিয়নের ছিটমহল বলে আখ্যায়িত করেন অনেকে কেননা ১৯ বছর যাবতকাল এই এলাকাটির এদিকে পৌরসভা, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়ন থাকায় উন্নয়ন ও যোগাযোগ ব্যাবস্থা উন্নতি হয়নি ঠেলাঠেলি কারনে।
শত শত নারী পুরুষের  উপস্থিতিতে মোঃ মাসুম মিয়ার   সঞ্চালনায় ও রতন বেপারীর  সভাপতিত্বে উঠান বৈঠকে ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
  এসময় রাইপাড়া ইউপির  চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন বলেন, করোনা কালীন সময়ে আমি আমার ইউনিয়নবাসীকে যতটুকু সম্ভব  সেবা দিয়েছি, আমার সেবার কাজটি এখনো অব্যাহত আছে  আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হলে আরো কয়েকগুণ সেবা দিতে পারবো কারন ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য  সরকারের অনুদান থেকে বেশি করতে পারবো।
 এছাড়াও তিনি আরো বলেন ইউনিয়নের নাগরিক সুবিধার মধ্যে জন্ম নিবন্ধন থেকে শুরুকরে চেয়ারম্যান প্রত্যায়ন পত্র পর্যন্ত আমি ভর্তকি দিয়ে হলেও ফ্রী সার্ভিসের ঘোষণা আমি  ইতোমধ্যে দিয়েছি আমার কথায় কাজে কোন অমিল পাবেন না।
আমার ওয়াদা বর্তমান ডিজিটাল যুগে প্রতিটি কথার প্রমাণ রেখে গেলাম, বলে জানান চেয়ারম্যান প্রার্থী মোঃ আমজাদ হোসেন।
তাছাড়া আমাকে যদি আপনারা  যোগ্য মনে করেন তাহলে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে ইউনিয়নের সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ সারাজীবন সেবা দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন আমজাদ হোসেন।
এছাড়াও সবসময় আমার ইউনিয়নবাসীর জন্য যেকোন সেবার দরজা খোলা থাকবে বলেও অঙ্গীকার করেন আমজাদ হোসেন।
তিনি আরো বলেন আপনাদের দাবী নাগের কান্দার এপার ওপারের অবহেলিত এলাকার  জন্য একটি ব্রিজ নির্মানের যে দাবির সাথে সহমত পোষণ করে বলেন আপনাদের দাবী সম্পূর্ণ যুক্তিক আমাকে নির্বাচন করলে দোহার নবাবগঞ্জ উপজেলার উন্নয়নের রুপকার জননেতা জনাব, সালমান এফ রহমান এমপি মহোদয় ও আমার নেতা আলমগীর হোসেন ভাইয়ের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করারও ঘোষণা দেন।
এছাড়া এই এলাকাকে আর কেউ ছিটমহল বলতে পারবেনা ইনশাআল্লাহ।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক  উপদেষ্টা দোহার-নবাবগঞ্জ -১ আসনের এমপি জনাব সালমান এফ রহমান ও উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলমগীর হোসেন ভাই সহ ইউনিয়নবাসীর জন্য
এব দোহারের  ওই দুইজন মহান ব্যক্তির জন্য দির্ঘ ১৯ বছর  পর ইউনিয়নবাসী নির্বাচনের আলো মুখ দেখতে যাচ্ছে বলে আমজাদ হোসেন সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
  এসময় উপস্থিত ছিলেন, মোঃ কালাম খান,মোঃ আবুল হোসেন,আব্দুর রউফ,সালাউদ্দিন, রফিক বেপারী,আব্দুর রাহিম দেওয়ান,আব্দুল হামিদ, আলিম মাহমুদ, লাইজু আক্তার, সুপিয়া বেগম, আফরিন আক্তার সহ এলাকার শত শত ভোটারগন উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন