বিজয়ের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ; সান্তাহার স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

বিজয়ের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ; সান্তাহার স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়
মাখলুক হোসেন,আদমদীঘি বগুড়া প্রতিনিধি:
বিজয়ের ৫০তম বার্ষিকী পরিবারের সাথে উদযাপন করে ৩দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন দিয়ে কয়েকটি জেলার হাজার হাজার মানুষ যাতায়েত করছে যার কারণে স্টশনে ভিড় করছে শত শত মানুষ।
রবিবার অফিস খোলা থাকায় তিন দিনের ছুটি কাটিয়ে কর্মজীবি মানুষেরা সান্তাহার জংশনে দিয়ে ট্রেন হয়ে রাজধানীতে পৌঁছাচ্ছেন।
স্বজনদের সঙ্গে স্বাধীনতার আনন্দ ভাগাভাগি শেষে কর্মব্যস্ত নগরী রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।
শনিবার(১৮ডিসেম্বর)সান্তাহার জংশন স্টেশনে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়।নওগাঁ জেলার মান্দা থেকে আসা মুক্তার নামের এক যাত্রী বলেন বর্তমানে ট্রেনে যাতায়াত করা আরামদায়ক বলে আমি স্বাধীনতার ছুটি কাটিয়ে কর্মস্থলে যাচ্ছী।বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কদমা গ্রামের চাঁন মিয়া বলেন কলেজ ছুটি থাকায় বাড়িতে এসে ছিলাম রবিবার পরিক্ষা থাকায় ঢাকায় যাচ্ছী তবে ট্রেনের যাত্রা আরাম দায়ক হলেও টিকেট পাওয়াই কিছুটা বিড়ম্বনা হয়।

আপনি আরও পড়তে পারেন