দোহারে নিন্ম মানের রাস্তা নির্মানে এলাকাবাসীর অভিযোগ

http://agamirsomoy.com/%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4/21773 দোহারে নিন্ম মানের রাস্তা নির্মানে এলাকাবাসীর অভিযোগ

মো:সুজন হোসেন,দোহার(ঢাকা) প্রতিনিধি:-
ঢাকা দোহার উপজেলা রাইপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের এলজিএসপির কাজ ট্রেন্ডার পান মের্সাস তৃষা এন্টার প্রাইজ । প্রকল্পটি নির্মান ব্যায় ধরা হয় প্রায় ২ লাখ ৭৪ হাজার টাকা ।রাস্তাটির প্রস্থ হবে ৮.৫ ফিট এবং দৈঘ্য হবে ৭৫ মিটার পর্যন্ত । সিডিউল অনুযায়ী রাস্তার কাজ না হওয়ায় এলাকাবাসী রাস্তার কাজে বাঁধা প্রদান করেন । গত সোমবার রাস্তা নির্মানে র্দুনীতি বাজদের বিরোদ্ধে এলাকাবাসী লিখিত অভিযোগ জমাদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আলামীন এর নিকট । এবং উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর হোসেন এর নিকট ।
দোহারে নিন্ম মানের রাস্তা নির্মানে এলাকাবাসীর অভিযোগস্থানীয়দের অভিযোগ আমাদের দীর্ঘ  দিনের দাবি ছিল যেন রাইপাড়া ৬নং ওয়ার্ডের রাস্তাটি দ্রুত কাজ শুরু হয়। অনেক বছর পর আমাদের সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে । কিন্তুু রাস্তার ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যান ৬,৭ নং ওয়ার্ডের মেম্বার নুরু, ও তার কাজের সহাযোগি হারুন চরম র্দুনীতি করছে এই রাস্তা নির্মানে । রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে এনডিবি ৪ নম্বর ইট, বালু ঘনত্ব কম,পাশে রাস্তা কম করে নেওয়া । রাস্তার পাশে কোন প্রকার নিরাপত্তা বাউন্ডারী নেই ।রাস্তার পাশে যাদের পুকুর বা গর্ত রয়েছে তাদের কাছ থেকে অর্থ দাবি করা সহ বিভিন্ন হয়রানি স্বীকার হচ্ছে এলাকাবাসী । সরজমিনে গিয়ে রাস্তার অনিয়ম দৈনিক আগামির সময়ের চোখে পড়ে ।দুর্নীতি ঠিকাদারের চেয়ারম্যান সংবাদ কর্মীর উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘাঁ-ঢাকা দেন । এলাকাবাসীর দাবি এই রাস্তার দুর্নীতি মুক্ত করতে হবে । এবং যারা দুনীতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান গ্রামবাসী ।অন্যথায় তার দুনীতি ঠিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন । এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে এম আলামীন দৈনিক আগামির সময়কে জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে আমি গত মঙ্গলবার রাস্তা পরিদর্শন করি । এবং নিন্ম মানের সামগ্রী জব্দ করি । এবং সে সাথে তার লাইন্সে জব্দ করা হয়েছে ।তিনি আরও বলেন সিডিউল অনুযায়ী শতভাগ সঠিক কাজ হবে এই রাস্তার ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment