ছাগলনাইয়া মানব সেবা কর্মসুচী সংগঠনের উদ্দোগে মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

ছাগলনাইয়া প্রতিনিধি ঃ
ছাগলনাইয়া পৌরসভাধীন মির্জাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গত কাল ২ ফেব্রুয়ারি বিকাল ৩ টা সময় ২০১৭ সালে প্রাথমিক সমাপনী পরিক্ষায় ছাগলনাইয়া পৌরসভাধীন ১,২ ও ৩ নং ওয়ার্ড়ে স্কুল ও মাদ্রাসার ২৯ জন ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষার উপকরন বিতরন করেন মানব সেবা কর্মসুচী সংগঠন।
মানব সেবা কর্মসুচী সংগঠনের  প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক আরাফিন আজাদ বাদল চৌধুরী বলেন স্বার্থের প্রয়োজনে মানবসেবা নয়। মানবতার স্বার্থেই মানবসেবা।
মির্জাবাজার পরিচালনার কমিটির সভাপতি নুর নবীর সভাপতিত্বে ও মির্জাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মির্জা শিমুলের পরিচালনার প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহি উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন,মানব সেবা কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক,আরাফিন আজাদ বাদল চৌধুরী,বাংলাদেশ সংবাদ সংস্থা(বাসস)এর বার্তা সম্পাদক,আজম সরোয়ার মিহির চৌধুরী ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর,কামাল উদ্দিন খোকন পাটোয়ারী।  অনুষ্ঠানে মানব সেবায়,সামাজিক উন্নয়নে,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে ও উচ্চ শিক্ষা গ্রহণে সিন্টিকেটের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্ঠি না করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন,মির্জার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,অহিদ উল্যাহ টিপু,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক,মির্জা মীর কাসেম,এশিয়ান টিভি ফেনী প্রতিনিধি,সৈয়দ কামাল উদ্দিন,মির্জাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃকাঞ্চন,২ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর,নুরুল আলম খাঁন,বিশিষ্ঠ রাজনৈতীক নেতা ছাগলনাইয়া পৌর বিএনপির সাবেক সভাপতি,রিয়াজুল হক তুহিন,মানব সেবা কর্মসূচির আয়োজক ও ২ নং পৌর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর,খালেদ মোশারফ সমর চৌধুরী এবং অনুষ্ঠানে আগত প্রধান ও বিশেষ অতিথিগণ।অনুষ্ঠান শেষে অতিথিগণ ছাত্র-ছত্রীদের হাতে শিক্ষা উপকরণ তুলদেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment