শাহজাদপুর সরকারি কলেজে ডিগ্রী শেষ বর্ষ পরিক্ষায় নকল করার সময় লিপি খাতুন বহিষ্কার

আলমগীর হোসেন আলম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ                                                                                                           সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের ২০১৬ শিক্ষা বর্ষের ডিগ্রী শেষ বর্ষ পরিক্ষা চলা কালিন সময়ে অর্থনীতি ৬ ষষ্ঠ পত্র পরিক্ষা দেওয়ার সময় লিপি নামের এক ছাত্রী নকল করার সময় বহিষ্কার করেছেন কলেজ কর্তৃপক্ষ।

পরিক্ষা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে ঐ কলেজের তারিকুল নামে এক ছাত্র জানান।অর্থনীতি বিষয় পরিক্ষা দেওয়ার সময় একটি সাদা কাগজে প্রশ্নের উত্তর বাসায় থেকে লিখে এনে তা দেখে দেখে পরিক্ষার হলে চুপে চুপে লিখতে থাকে।বিষয়টি কলেজ পরিদর্শক বুঝতে পেরে হাতে নাতে ধরে ফেলে।বহিষ্কারকৃত লিপি খাতুনের গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার হাওয়া নামক গ্রামে।শাহজাদপুর সরকারি কলেজের অফিস সহকারী মোঃ মোনতাজ হোসেন বলেন,মেয়েটিকে বহিষ্কৃত করা হইছে।সে আর আগামী পরিক্ষাগুলো দিতে পারবে না।এবং যে কয়টা পরিক্ষা দিয়েছে সে পরিক্ষাগুলোর ফলাফল দেওয়া হবে না।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment