যে কারণে ঢাকায় এলেন কোকোর মেয়ে

যে কারণে ঢাকায় এলেন কোকোর মেয়ে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান ঢাকায় এসেছেন। বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় এসেছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

জানা গেছে, রোববার দুপুর দুইটায় গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন জাফিয়া রহমান। তিনি সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে আসেন।

এর আগে, প্রায় আড়াই বছর ঢাকায় ছিলেন-আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান। গত ১৫ জানুয়ারি ছোট মেয়ে জাহিয়া রহমান ও পরের দিন ১৬ জানুয়ারি শর্মিলা রহমান ঢাকা থেকে লন্ডন চলে যান।

উল্লেখ্য, দীর্ঘ ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন নিজ বাসায় অবস্থান করছেন।  চিকিৎসকের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছে। সার্বক্ষণিক দেখভালের জন্য দুজন নার্স নিয়ম করে ডিউটি করছেন। তবে করোনার সংক্রমণ এড়াতে চিকিৎসক, পরিবারের সদস্যরা ছাড়া অন্য কারো গুলশানের ফিরোজায় যাওয়ার সুযোগ থাকছে না।

আপনি আরও পড়তে পারেন