শনিবার কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা

দলের জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

রাজ্যে পুরভোটের আবহে দলের ভেতরে তৈরি হওয়া দ্বন্দ্বের পরিবেশ ঘিরে বেশ অস্বস্তিতে ক্ষমতাসীনরা। এই পরিস্থিতির দ্রুত লাগাম টানতেই মমতার এ জরুরি বৈঠকের ডাক।

তৃণমূলের সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, দলীয় সংগঠন এবং পুরনির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাংগঠনিক দায়িত্বে যারা আছেন, তাদের প্রত্যেককেই বৈঠকে ডাকা হয়েছে।

‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে বিতর্ক, পুরভোটে প্রার্থীর তালিকা নিয়ে বিভ্রান্তি এবং আইপ্যাকের সঙ্গে দূরত্বসহ নানা বিষয় নিয়ে দলের ভেতরে নানা গুঞ্জন চলছে।

 

 

আপনি আরও পড়তে পারেন