গাজীপুরে সিএনজি চালককে হত্যা ও ছিনতাই এর দায়ে ৪ জনের ফাঁসির আদেশ

গাজীপুরে সিএনজি চালককে হত্যা ও ছিনতাই এর দায়ে ৪ জনের ফাঁসির আদেশ
সাগর আহামেদ মিলন গাজীপুর প্রতিনিধিঃ-
২০১২ সালের ১৯ জানুয়ারি রাতে খোকা মিয়া নামে নরসিংদীর এক সিএনজির মালিককে ধারালো অস্র দিয়ে ঘার কেটে হত্যা করে সিএনজি ছিনতাই করে লাশ শ্রীপুরের মাধুখোলা খাসপাড়ার জঙ্গলে ফেলে রেখে যায়,পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনের নামে হত্যা ও ছিনতাই মামলা দায়ের করে, তদন্ত শেষে শ্রীপুর থানা পুলিশ আদা লতে চার্জশিট দাখিল করে।
গাজীপুরে সিএনজি চালককে হত্যা ও ছিনতাই এর দায়ে ৪ জনের ফাঁসির আদেশএ ঘটনায় ৬ ফেব্রুয়ারি মঙ্গল বার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক, সিএন জি  চালককে হত্যা ও ডাকাতির দায়ে অভিযুক্ত ছয় জনের মধ্যে চার জন কে ফাঁসি ও দুই জনকে বেকুসুর খালাস এর রায় ঘোষণা করেন ফাসিঁ দণ্ড প্রাপ্তরা হলেন নরসিংদীর মনোহরদীর কালিয়াকুড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৫),গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালার বাজার গ্রামের আবদুল গনি ওরফে সুরুজের ছেলে শওকত (২৮), শ্রীপুরের মাস্টারবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে মিজান (২৯) ও নেত্রকোনার পূর্বধলার বাঘবেড় গ্রামের শাহজাহানের ছেলে শাহীন মিয়া (২৯)। রায়ে একই সাথে প্রত্যেককে ৩৯৬-৯৭ ধারায় ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খালাসপ্রাপ্ত অপর দুই আসামি হচ্ছে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য খোরশেদ আলম ও শিশির সংমা। রাষ্ট্রপক্ষে পিপি হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মুমিন খান ও নাসরিন আক্তার মায়া মামলাটি পরিচালনা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment