ডেমরা (ঢাকা) প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ১ টি ধারালো ষ্টিলের সুইস গিয়ার চাকু, একটি কালো প্লস্টিকের বাঁটযুক্ত ধারালো ষ্টিলের চাকু ও একটি ষ্টিলের পাইপ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার চৌরাস্তা শহীদ মিনার সংলগ্ন থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া ১ নং ওয়ার্ড এলাকার মো. মনির মিয়ার ছেলে মো. সাগর (১৯), একই এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে মো. মামুন (২৯) ও মো. খোকন মোল্লার ছেলে মো. রাসেল মোল্লা ওরফে রনি (২৬)। এ বিষয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৯৩ পেনালকোড-১৮৬০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার সুব্রত কুমার পোদ্দার বলেন, গ্রেফতারকৃতরা ডেমরা থানা ও আশপাশের এলাকায় দস্যুতাসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিলো।