বন্যাকবলিত অসহায়দের পাশে রূপগঞ্জ প্রেসক্লাব

বন্যাকবলিত অসহায়দের পাশে রূপগঞ্জ প্রেসক্লাব

রূপগঞ্জ  প্রতিনিধি :

 

সিলেটের বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চঁলে অসহায়দের পাশে ত্রান নিয়ে হাজির হয়েছেন রূপগঞ্জ প্রেসক্লাবের ১২ সদস্যদের একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সিলেটের সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিয়ানীবাজার, কাজী মল্লিক জৈন্তাপুর সহ ১১টি স্পটে প্রায় ১, হাজার বন্যকবলিত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, সাধারণ সম্পাদক হাজী খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সিনিয়র সাংবাদিক জিএম সহিদ, এস এম শাহাদাত, আরিফ হাসান আরব, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মধু হৈ হৈ গানের কণ্ঠশিল্পী ইমরান হোসেন, রুহুল আমীন, সাংবাদিক ফয়সাল হোসেন, শরিফ হোসেনসহ ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, সিলেটের বন্যকবলিত প্রত্যান্ত অঞ্চলের মানুষদের অবস্থা অত্যান্ত নাজুক। ১২০ বছরের ইতিহাসে এমন দূভোগ দেখেনি সিলেটবাসী। সিলেট মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলে অনেক পরিবারই সাহায্য পাচ্ছেনা। দু’দিন অবর্ণনীয় দুর্ভোগ দেখে এলাম আমরা। বন্যার্তদের মাঝে যে যা পারেন, যে কোন মাধ্যমে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন। সেসব অঞ্চলে গেলে হয়তো তাদের দুঃখ কষ্ট দেখে আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। দেশের সর্বস্থরের মানুষের প্রতি বন্যার্তদের পাশে থাকার অনুরোধ করছি।

 

 

আপনি আরও পড়তে পারেন