আদমদীঘিতে ইউপি ভবনে পেট্রোল বোমা হামলা

আদমদীঘিতে ইউপি ভবনে পেট্রোল বোমা হামলা
মোঃ আহসান হাবিব (আদমদীঘি, বগুড়া)
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। নিক্ষিপ্ত পেট্রোল বোমায় আগুন না লাগায় অল্পের জন্য বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল থেকে নিক্ষিপ্ত ৪ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু জানান, প্রতিদিনের মত পরিষদের কার্যক্রম শেষে সকলে চলে যায়। ইউপি ভবনের পাহারাদার মনোরঞ্জন বলেন, রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা সেভেন আপের কাঁচের বোতলে পাটের সলতে লাগানো পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় বিকট শব্দ শুনতে পেয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। নিক্ষিপ্ত পেট্রোল বোমায় আগুন না লাগায় ইউপি ভবনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। এঘটনায় ইউনিয়ন সদরের জনমনে আতংক বিরাজ করছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কাঁচের ভাংগা বোতল ও পাটের সলতে উদ্ধার করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন