বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জগন্নাথপুরে স্বাস্থ্য সেবা ও প্রচারণা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জগন্নাথপুরে স্বাস্থ্য সেবা ও প্রচারণা
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)+ স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে জগন্নাথপুরে স্বাস্থ্য সেবা ও প্রচারণা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে।  যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর এই অমীয় বাণীকে সামনে রেখে রাজনীতির মহাকাব্য বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস – ২০২৩ ইং উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর,  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে   সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়ন স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১৯শে মার্চ রোজ রবিবার স্বাস্থ্য সেবা ও প্রচারণা সপ্তাহের এক বিশাল ‌র‌্যালী কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বাবু বিনয় কৃষ্ণ চক্রবর্তী এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্যের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের  প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম,  ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য জনাব মোঃ আব্দুল কাইয়ুম, ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ মাসিক আহমেদ, মহিলা মেম্বার স্বপ্না রানী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রাকিবা খাতুন,  পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর CHCP আবু তাহের মোমেন,  কলকলিয়া কমিউনিটি ক্লিনিক এর CHCP প্রণব দেবনাথ ও মজিদপুর কমিউনিটি ক্লিনিক এর CHCP মীরা রানী দেব প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব শচী কান্ত তালুকদার, সমাজ সেবক মোঃ আজিজুল হক আজিবুল, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ ও দফাদর অমরনাথ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

আপনি আরও পড়তে পারেন