শাহবাগে কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে সন্তানদের সমাবেশ

শাহবাগে কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে সন্তানদের সমাবেশ

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অবস্থান নিয়ে দুই দাবিতে বিক্ষোভ করছে। আজ বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান-৭১ এর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে কিছুক্ষণের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটাবিরোধী শিক্ষার্থীরাও শাহবাগ অবরোধ করতে আসার কথা। ফলে শাহবাগ এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা ১৮ সালের পরিপত্র বাতিল করার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানায়। একই সঙ্গে যত দিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবে, তারাও তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ১৮ সালের যে অবৈধ পরিপত্র ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করেছে, সেটা বাতিল করে নতুন পরিপত্র জারি করতে হবে। নতুন পরিপত্রে সকল ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।’

আপনি আরও পড়তে পারেন