কলারোয়ায় একশত টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

কলারোয়ায় একশত টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

শফিকুর রহমান ,কলারোয়া, সাতক্ষীরা:-
সাতক্ষীরার কলারোয়ায় মাত্র একশত টাকার জন্য চাচাতো ভাইয়ের হাতে খুন হলো কলারোয়ার এক যুবক। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রুবেল হোসেন (২৮) হেলাতলা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হেলাতলা গ্রামের (উত্তর দিগং) হাসানুর রহমান দফাদারের পুত্র। স্থানীয়রা জানায়- ভ্যানচালক রুবেলের কাছে একশত টাকা পেতো তারই চাচাতো ভাই আফছার আলীর পুত্র রং মিস্ত্রি আবু সাঈদ (২২)। শুক্রবার সন্ধ্যার দিকে সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে এক পর্যায়ে সাঈদ কাছে থাকা চাকু (ছোড়া) দিয়ে রুবেলের গলায় টান মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সাতক্ষীরা মর্গে রয়েছে বলে জানা গেছে।
কলারোয়ায় একশত টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুনএদিকে, ‘হেলাতলা ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান- ১’শ টাকাকে কেন্দ্র করে চাচাতো ভাই সাঈদের হাতে খুন হয়েছে রুবেল। ঘাতক সাঈদ রং মিস্ত্রির কাজ করতো। তার পিতা মালয়েশিয়া প্রবাসী। আর রুবেল চাষকাজ করতো ও ভ্যান চালাতো। শুক্রবার সন্ধ্যার দিকে তাদের বাড়ির পাশে ঘটে যাওয়া মর্মান্তিক ও নৃশংস এ ঘটনায় ঘাতকের মা তরুনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।’ নিহত রুবেলের ছোট ভাই ইমামুল ও খালা সাজেদ খাতুন জানান- ‘রুবেলের কাছে ১’শ টাকা পেতো চাচাতো ভাই সাঈদ। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের দু’জনের ঝগড়া হয়। সেসময় সাঈদ চাকু দিয়ে রুবেলের গলায় পোচ দিয়ে খুন করে।’ হেলাতলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম জানান- ‘শুক্রবার ওই সময় ভ্যান চালক রুবেল ওই গ্রামের আফসার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী আবু সাঈদের নিকট পাওনা টাকা ১০০ টাকা চায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বিবাদ এড়াতে রুবেল পাশের বাড়ির এক বারান্দায় বসে থাকে। কিছুক্ষণ পর চাচাত ভাই আবু সাঈদ ছুটে গিয়ে রুবেলের গলায় ছুরি দিয়ে আঘাত করলে গুরতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব দেব নাথ জানান- ‘১’শ টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জের ধরে আনুমানিক সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার উত্তর হেলাতলা গ্রামের আবুল হাসানের পুত্র রুবেল হোসেন (২৮)কে চাকু দিয়ে গলায় টান দেয় তারই চাচাতো ভাই একই গ্রামের আফছার আলীর পুত্র আবু সাঈদ (৩০)। পরে গুরুতর আহতাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সে মারা যায়।
সংবাদ পেয়েই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘাতকের মা তরুনা বেগমকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) সাঈদ পলাতক রয়েছে। তাকে আটকের জোর প্রচেষ্টা চলছে।’ ওসি বিপ্লব দেব নাথ আরো জানান- ‘এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment