আখেরি মোনাজাতে গাজীপুর জেলা ইজতেমা সমাপ্ত

আখেরি মোনাজাতে গাজীপুর জেলা ইজতেমা সমাপ্ত

সাগর আহামেদ মিলন গাজীপুর প্রতিনিধিঃ- 
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী গাজীপুর জেলা ইজতেমা শনিবার সমাপ্ত হয়েছে। শনিবার সকালে তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মারকাজ মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।লক্ষাধিক মুসল্লির অংশ গ্রহণে শনিবার সকাল পৌনে এগারটা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত ২৫ মিনিট স্থায়ী আখেরি মোনাজাতে মুসলিম উম্মার শান্তি, দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা হয়।
আখেরি মোনাজাতে গাজীপুর জেলা ইজতেমা সমাপ্তমোনাজাতে গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা এসে যোগ দেন। মুসল্লিদের সুবিধার্থে ইজতেমা স্থলকে উপজেলাওয়ারী পাঁচটি ভাগে ভাগ করা হয়। গাজীপুর আঞ্চলিক ইজতেমার মুরব্বী মাওলানা হাবিবুর রহমান মিয়াজী জানান, গত বৃহস্পতিবার বাদ ফজর গাজীপুর জেলা শহরের ভূরুলিয়া এলাকায় তিনদিন ব্যাপী শুরু হয় গাজীপুর আঞ্চলিক ইজতেমা। গাজীপুর সদর, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার তাবলীগ জামাতের মুসল্লিরা গাজীপুর আঞ্চলিক ইজতেমায় অংশ নেন। এক বছর পর পর এ আঞ্চলিক ইজতেমা অনুষ্ঠিত হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment