উল্লাপাড়ার সেলিম রেজা, প্রেসিডেন্ট ভিডিপি( সেবা) পদক লাভ করলেন

উল্লাপাড়ার সেলিম রেজা, প্রেসিডেন্ট ভিডিপি( সেবা) পদক লাভ করলেন

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে খুব প্রশংসা করেন।
উল্লাপাড়ার সেলিম রেজা, প্রেসিডেন্ট ভিডিপি( সেবা) পদক লাভ করলেন বাহিনীর কর্মকর্তা, কর্মকারী, সদস্য- সদস্যাদের প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের জন্য রাষ্ট্রপতি পদক এবং বাংলাদেশ পদক বিতরণ করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী অ্যাডজুট্যান্ট (প্রভিশন) মোঃ সেলিম রেজা প্রেসিডেন্ট ভিডিপি( সেবা) পদক লাভ করেন। পদক প্রদানের সঙ্গে পঞ্চাশ হাজার টাকার চেকও প্রদান করা হয়।তার কর্মময় জীবনের বিভিন্ন সময় মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের আটক করে মোবাইল কোর্টে করায় ও আরো কিছু প্রশংসনীয় কাজের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। তৎকালীন এ ডি সি (জেনারেল) নারায়ণগঞ্জ জনাব গাউছুল আজমের অনুপ্রেরণায় ও নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা নিয়ে তিনি নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় চাঁদমারি বস্তি হতে মাদক মুক্ত করে। এছাড়া তিনি জনাব গাউছুল আজমের সার্বিক তত্ত্বাবধানে দরিদ্র ও অশিক্ষিত বস্তিবাসীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য গণশিক্ষা কেন্দ্র স্থাপন, স্বপ্নডানা অবৈতনিক স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাদান, কোরআন শিক্ষা, বাটিক প্রিন্ট, হস্তশিল্প ও কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত করে বস্তিবাসির উন্নয়নে সার্বিক সহযোগিতায় করেন। যাদের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় পদক পেয়েছেন তাঁদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment