ইছামতি ছাত্র সংগঠন এর সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিন মোশারফ

ইছামতি ছাত্র সংগঠন এর সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিন মোশারফ

গত ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০১৮ ইং রোজ বুধবার শহীদদের শ্রদ্ধায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার পর নবাবগঞ্জ উপজেলার ” ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন ” এর নবাবগঞ্জ কিন্ডারগার্টেন হল কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । নবাগঠিত কমিটিতে দ্বিতীয় বারের মতো সকলের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন বারুয়াখালী ইউনিয়নের ছোট কাউনিয়াকান্দি গ্রামের মাসুম বিন মোশারফ (তুষার)। তিনি কবি নজরুল সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের পরিক্ষার্থী। তিনি বলেন, একজন ছাত্র হিসেবে পড়ালেখার পাশাপাশি ছাত্রাবস্থা থেকেই আমাদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। মাদক, ইভটিজিং সহ নানা অপরাধমূলক কার্যক্রম থেকে নিজেদেরকে সরাসরি বিরত রেখে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে একজন আদর্শ চরিত্রবান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আর যেহেতু একার পক্ষ্যে শিক্ষাসহ যেকোনো সামাজিক উন্নয়ন সম্ভব নয়, তাই নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইছামতি (নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন) ২০১৩ সাল থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। আর এসব সেবামূলক কাজের গতিকে আরোও ত্বরান্বিত করতে নবাবগঞ্জের সকল শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষদের কে এগিয়ে আসার আহবান করছি। আপনাদের আকুন্ঠ ভালোবাসায় ও সমর্থনে আমাকে পুনরায় সভাপতি করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, যেন বিগত বছরগুলোর অভিজ্ঞাকে কাজে লাগিয়ে সামনে বছরগুলতে দোহার-নবাবগঞ্জের শিক্ষার্থী ও মানুষের কাজে ইছামতির প্লাটফরম থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারি। ২য় বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক রিফাত কাজী বলেন, ইছামতি শিক্ষিত, ভদ্র, পরোপকারি মানুষের সংগঠন। যেখানে প্রতিটা সদস্য মানব সেবার জন্য নিজেকে উজার করে ধরে, তেমনি সকল অনৈতিক কাজ থেকে বিরত রাখে নিজেদেরকে। ইছামতির পরিবারের সকল সদস্য এক সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে নবাবগঞ্জকে মানব সেবার মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। ইছামতি মানব সেবায় সর্বদা প্রস্তুত। এছাড়া সংগঠণের সিনিয়র সদস্যসহ সকল সদস্যগণ উপস্থিত থেকে ইছামতি-নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠণ এর নতুন কমিটিকে স্বাগত জানায়। পূর্নাঙ্গ কমিটি হচ্ছে→ সভাপতিঃ মাসুম বিন মোশারফ (তুষার) সহ- সভাপতিঃ ১. মাহমুদুল হাসান নাফিস ২. হাসিবুর অভি ৩. যুথি আক্তার ৪. ইয়াসিন দীপু ৫. ইফতি রহমান সজল ৬. নাজিম উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদকঃ রিফাত কাজী যুগ্ম সাধারণ সম্পাদকঃ ১. প্রান্ত মিয়া ২. শুভ কাজী ৩. তামান্না আক্তার সাংগঠনিক সম্পাদকঃ তুষার আহমেদ ইমন সহ-সাংগঠনিক সম্পাদকঃ ১. রাকিব আহমেদ ২. পুলক আহমেদ ৩. মিতু সরকার কোষাধ্যক্ষঃ জিসান মোল্লা সহ- কোষাধ্যক্ষঃ ১. সাজিদ আহমেদ ২. বিথী রাজবংশী প্রচার সম্পাদকঃ মোঃ ফয়সাল যুগ্ম প্রচার সম্পাদকঃ ১. সোলায়মান ২. এস. এম. নীরব ৩. এম. এম. প্রান্ত হোসেন ৪. কেয়া আক্তার ৫. মনি আক্তার ৬. সাথী আক্তার ৭. মোঃ সুমন দপ্তর সম্পাদকঃ মোস্তাকিম খান যুগ্ম-দপ্তর সম্পাদকঃ ১. নিরব হোসেন আব্দুল্লাহ ২. আসিফ আকাশ ৩. বিউটি মণ্ডল ৪. আশা আক্তার শিক্ষা বিষয়ক সম্পাদকঃ ১. মোঃ রাজ্জাক আহমেদ রাজু ২. মোঃ মহিউদ্দিন রক্তদান বিষয়ক সম্পাদকঃ ১. শাহ আলম ২. মোঃ নয়ন ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ ১. নাসির হোসেন ২. মোঃ সাজিদ ৩ মোঃ রাসেল সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ ১. আদিল শাহ ২. ঈশিতা আক্তার ৩. শিহাব মোল্লা সিনেট সদস্যঃ ১. সাদরুল ভূঁইয়া সহল ২. কামরুজ্জামান রতন ৩. এম. এম. জামিল হোসেন ৪. মোঃ জামান ৫. নেছার আহমেদ নাহিদ ৬. পারভেজ হোসেন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment