তেঁজগাও কলেজে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা হচ্ছে না

তেঁজগাও কলেজে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা হচ্ছে না

নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় তেজগাঁও কলেজ কেন্দ্রকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ৯ মার্চ রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের পরীক্ষায় এ কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রূপালী ব্যাংকের ওই নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ৪৫টি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। সেখানে তেজগাঁও কলেজ কেন্দ্রের নাম নেই।
তেঁজগাও কলেজে রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা হচ্ছে নানিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ৩২৮ পদে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষা হবে। এতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা চলবে। এতে যেসব পরীক্ষার্থী পাস করবেন, তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। তেজগাঁও কলেজে গত ২০ জানুয়ারি অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষা ছিল। এ সময় এক পরীক্ষার্থী একটি ইলেকট্রনিকস ডিভাইস বের করলে অন্য পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। পরে পরীক্ষা শেষে ওই কেন্দ্রের প্রতিবাদ করা প্রার্থীদের ওপর হামলা করা হয়। হামলায় একাধিক প্রার্থী আহত হওয়ার ছবি ফেসবুকে দেন। সেখানে দেখা যায়, পরীক্ষার্থীদের শরীরে জখম হয়েছে। ওই সময় এই কেন্দ্রে পরীক্ষা নেয়ার প্রতিবাদও করেন একাধিক পরীক্ষার্থী। একটি বেসরকারি টেলিভিশনের একজন সংবাদকর্মী হামলার ছবি ধারণ করতে গেলে তাকে হুমকিও দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান জানান, সবদিক বিবেচনা করে তেজগাঁও কলেজকে বাদ দেয়া হয়েছে। তবে কেন্দ্রটির যোগাযোগ ভালো বিধায় এটি একেবারে বাদ দেয়া হবে কি না তা নিয়ে আরো চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment