সিরাজদিখানে পোকা দমনে পার্চিং উৎসব

সিরাজদিখানে পোকা দমনে পার্চিং উৎসব

ইসমাইল খন্দকার,সিরাজদিখান প্রতিনিধি:
সিরাজদিখানে বোরো আবাদে ফসলের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্চিং উৎসব করা হয়েছে। গতকাল সিরাজদিখান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার লতব্দী ইউনিয়নে গয়াতলা গ্রামে উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পরিচা লক(পি.পি) রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রশিক্ষন কর্মকর্তা শফিকুল হাসান, সিরাজদিখান কৃষি অফিসার সুবোদ চন্দ্র রায় , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহসিনা জাহান তোরন,উপ সহকারী কৃষি অফিসার মো. মিজানুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রাশেদুলু হাসান ,উপ সহকারী কৃষি অফিসার নিশা চৌধুরী,উপ সহকারী কৃষি অফিসার রাশেদুল ইসলাম,

সিরাজদিখানে পোকা দমনে পার্চিং উৎসবপার্চিং হচ্ছে ফসলি জমিতে লম্বা খুঁটি বা বাঁশ পুঁতে রাখা, যাতে এসব খুঁটিতে সহজে পাখি বসতে পারে। এতে ফসলের ক্ষতিকর পোকার মথ বা কীড়া খেতে পাখির সুবিধা হয়, সঙ্গে জৈবিকভাবে পোকা দমন হয়। ফলে বালাইনাশক ব্যবহার করতে হয় না। পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। এভাবে জমিতে স্থাপন করা খুঁটি বা ধৈঞ্চার গাছ লাগিয়ে পাখির বসার ব্যবস্থা করে দেওয়াই হচ্ছে পার্চিং। পার্চিং পদ্ধতিতে ধানের জমিতে পোকা দমন এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment