রক্ষক যখন ভক্ষক শরণখোলায় স্কুলের গাছে সভাপতির কুড়াল!

রক্ষক যখন ভক্ষক শরণখোলায় স্কুলের গাছে সভাপতির কুড়াল!

আবু হানিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় একটি সরকারি স্কুলের কয়েক হাজার টাকা মূল্যের গাছ কর্তন করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। উপজেলার ৯০নং উত্তর খোন্তাকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে।
 রক্ষক যখন ভক্ষক শরণখোলায় স্কুলের গাছে সভাপতির কুড়াল!
স্থানীয় বাসিন্দা আঃ ছালাম হাওলাদার সহ অনেকে বলেন, আঃ সবুর আকন দীর্ঘদিন ধরে উত্তর খোন্তাকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থেকে নানা অনিয়ম করে যাচ্ছেন। স্কুলটির ক্ষুধে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন কিংবা স্কুল উন্নয়নের কথা চিন্তা না করে স্কুলের সম্পদের দিকে লোলুভ দৃষ্টি দেন তিনি। সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক আঃ আজিজ চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যায়। এ সুযোগ কাজে লাগিয়ে সহকারী শিক্ষক তাওহীদের যোগসাজসে স্কুলের সীমানায় থাকা একটি মেহগিনী গাছ সহ কয়েকটি গাছ কেটে তা তিনি আত্মসাতের চেষ্টা করে। যাকে সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে তিনি নিজেই এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এছাড়া সহকারি শিক্ষক তাওহীদের কাছ থেকে গোপনে মাসোহারা নিয়ে তাকে ক্লাস ফাঁকি দিতে উৎসাহিত করছেন সভাপতি। যার ফলে ওই শিক্ষক স্কুল চলাকালীন সময়ও স্থানীয় বাজারে ঔষধের ফার্মেসী পরিচালনা করেন। তবে এ ব্যাপারে সহকারী শিক্ষক তাওহীদ সকল অভিযোগ মিথ্যা দাবী করলেও স্কুল সীমানার গাছ কর্তনের সাথে সভাপতি জড়িত বলে তিনি জানান। অন্যদিকে, বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আঃ সবুর আকন বলেন, তিনি শিক্ষকদের সাথে আলাপ করে গাছ কর্তন করেছেন। তবে, তা আত্মাসাতের উদ্দেশ্যে নয়। স্থানীয় একটি মসজিদের দান করার ইচ্ছা রয়েছে তার। তাই উক্ত বিষয়ে কাউকে কিছু অবহিত করার প্রয়োজন মনে করেননি তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment