কলাপাড়ায় রাখাইনদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে মতবিনিময় সভা 

কলাপাড়ায় রাখাইনদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে মতবিনিময় সভা 
মো.মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়াস্থ রাখাইন সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। লতাচাপলী ইউনিয়নের গোড়া-আমখোলা রাখাইন পল্লীতে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ তানভীর রহমান।
কলাপাড়ায় রাখাইনদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান। অন্যান্যের মধ্যে উপ-সচিব মেরিনা নাজনিন, ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, রাখাইন নেতা কৃষিবিদ টেনথান মং। স্বাগত বক্তব্য রাখেন রাখাইন বুদ্দিস্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি উথাচিং মাদবর। সভায় রাখাইনরা তাদের ইতিহাস-ঐতিহ্য কৃস্টি-কালচার সংরক্ষণের দাবিসহ বিভিন্ন সমস্যা সমাধানকল্পে সরকারি উদ্যোগে নেয়ার অনুরোধ করেন। পরে মনোজ্ঞ সাংস্খৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষ ফানুস ওড়ানো হয়। রাখাইনরা তাঁদের ২৩৪ বছর আগে কুয়াকাটায় গোড়াপত্তনের আদি ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে তা সমাধানের দাবি  জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment