বর্তমানে কোনো কৃষক সার চাইতে গিয়ে গুলি খেয়ে মরেনি বাগেরহাটে কৃষক লীগের কর্মিসভায় মনি মল্লিক

বর্তমানে কোনো কৃষক সার চাইতে গিয়ে গুলি খেয়ে মরেনি বাগেরহাটে কৃষক লীগের কর্মিসভায় মনি মল্লিক

আবু হানিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
বর্তমানে কোনো কৃষক সার চাইতে গিয়ে গুলি খেয়ে মরেনি। সরকার সময় মত কৃষকদের মাঝে সার কিট নাষক সরবরাহ করেছে। যেকারনে আজ খাদ্যশষ্য বিদেশে রপ্তানী হচ্ছে।বিগত সরকারের সময় এদেশের কৃষক সমাজ সার চাইতে গিয়ে গুলি খেয়ে মরেছে। একমাত্র শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারই এদেশের কৃষক,শ্রমিক ও মেহনতী মানুষের সরকার।

গতকাল শুক্রবার বিকেলে রেলে রোড চত্বরে বাগেরহাট পৌর কৃষক লীগের কর্মি সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা কৃষক লেিগর সাধারন সম্পাদক ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক একথা বলেন।বাগেরহাট পৌর কৃষক লীগের সভাপতি মো: মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: বাচ্চু পাহলান এর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,সদর উপজেলা কৃষক লেিগর সভাপতি মো: রুহুল আমিন,জেলা কৃষকলীগনেতা মো: ইলিয়াছ সরদার,মো: ওছিকুর রহমান,মো: মাহফুজ মোল্লা প্রমুখ। সভাশেষে ৩নং ওয়ার্ড কৃষক লীগের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment