কুমিল্লায় লরির ধাক্কায় অতিরিক্ত আইজিপিসহ তিনজন আহত

কুমিল্লায় লরির ধাক্কায় অতিরিক্ত আইজিপিসহ তিনজন আহত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় লরি ধাক্কায় পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমানসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের কুমিল্লা কোটবাড়ি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে কোটবাড়ি মোড়ে পৌঁছালে লুপ রোড দিয়ে উল্টো পথে আসা লং লরি পিছন থেকে ধাক্কা দেয়।

এসময় অতিরিক্ত আইজিপির সঙ্গে থাকা বডিগার্ড ও চালক আহত হয়। ধাক্কায় বহনকৃত গাড়ির ব্যাপক ক্ষতি হয়। আহতরা হলেন, বডিগার্ড এএস আই নজরুল ও চালক এএস আই শরীফ।

দুর্ঘটনার সংবাদ শুনে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থলে যান।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসন বলেন, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে ঢাকা অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমানসহ আহতদের ঢাকা পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লরিটি আটক করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment