সউদি আরবও পরমাণু বোমার মালিক হবে, যদি…

সউদি আরবও পরমাণু বোমার মালিক হবে, যদি...

সউদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন বলেছে, ইরান যদি পরমাণু বোমা বানায় তাহলে সউদি আরবও তা-ই করবে।

 

মার্কিন টিভি চ্যানেল সিবিএস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রিন্স মোহাম্মদ একথা বলেন। সাক্ষাতকারটি বৃহস্পতিবার সকালে সম্প্রচারিত হয়।

 

সউদি যুবরাজ বলেন, সউদি আরব কোনো পরমাণু বোমার মালিক হতে চায় না। কিন্তু যদি ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলে, তাহলে সউদি আরবও যত তাড়াতাড়ি সম্ভব তাদের অনুসরণ করবে, এতে কোনো সন্দেহ নেই।

 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনেয়ীকে তাঁর ”সম্প্রসারণবাদী মনোভাবের” জন্য ”নব্য হিটলার” আখ্যায়িত করে প্রিন্স মোহাম্মদ বলেন, খামনেয়ী মধ্যপ্রাচ্যে তাঁর নিজের প্রকল্প বাস্তবায়ন করতে চান; প্রতিবেশী দেশগুলো দখল করে ঠিক ইউরোপে যেমনটি চেয়েছিলেন হিটলার।

 

তিনি বলেন, ঘটনা ঘটার আগে ইউরোপ ও বিশ্বের অনেক দেশ বুঝতেই পারেনি হিটলার কতোটা বিপজ্জনক। আমি চাই না মধ্যপ্রাচ্যেও একই ঘটনা ঘটুক। সূত্র : আরব নিউজ

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment