মাহমুদুল্লাহর প্রেমে পড়েছি আমি…বিবাহ না করলে বিবাহের আবেদন পাঠাতাম। কিন্তু তার বউ মিষ্টি আমার প্রতিবেশী ছিল। অনেক আদর করতাম, তাই চলে গেলাম…। কিন্তু তুমি আমার ‘পেয়ার’। ‘আই পেয়ার ইউ।’ যেভাবে জানটা লাগায় খেললে দেশের জন্য, স্যালুট ম্যান…মনে মনে তোমাকে পেয়ার করব। পড়ে গিয়ে ব্যথা পেয়েছ দেখলাম, যত্ন নিও।
(ফেসবুক থেকে সংগৃহীত)