কুমিল্লায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

কুমিল্লায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি:

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হওয়া তানভীর নামের এক মেডিকেল কলেজ শিক্ষার্থীকে আটক করে থানা পুলিশ নিয়ে যায়।

রোববার (১৮ মার্চ) বিকেল পৌণে ৩ টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয় ।

স্থানীয় সূত্র জানায়, আবু ইউসুফ নামের সেন্ট্রাল মেডিকেল কলেজের এক শিক্ষার্থী ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ কলেজ ক্যাম্পাসে এর প্রতিবাদ করে। এ সময় কলেজের ছাত্রশিবিরের নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তানভীর নামের এক শিবির কর্মীকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজিম উদ্দিন জানান, কেউ আটক হয়নি। তানভীর নামের একটা ছেলেকে মারধর করতেছিল। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment