খুলনায় বাসার ছাদ থেকে ফেলে পুলিশ দম্পত্তি কর্তৃক গৃহকর্মী হত্যা চেষ্টা

খুলনায় বাসার ছাদ থেকে ফেলে পুলিশ দম্পত্তি কর্তৃক গৃহকর্মী হত্যা চেষ্টা

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-
খুলনার খালিশপুর মুজগুন্নি মেইন রোড এলাকায় পুলিশ দম্পতির বাসার ছাদ থেকে ফেলে হাফিজা খাতুন (১৩) নামের এক কাজের মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হাফিজাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

লবনচরা থানার এএসআই মেহেদী মাসুদ ও তার স্ত্রী কনস্টেবল রুবিনার বাসায় কাজ করতো হাফিজা।

হাসপাতালে চিকিৎসকরা জানান, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইনজুর হয়েছে।

স্থানীয়রা জানান,এএসআই মেহেদী মাসুদ ও তার স্ত্রী কনস্টেবল রুবিনার বাসায় কাজ করতো হাফিজা। গতকালবৃহস্পরাত ৯টার দিকে ওই বাড়ির ২য় তলার ছাদ থেকে মেয়েটিকে নিচে ফেলা হয়েছে।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, লবনচরা থানার এএসআই মেহেদী মাসুদ ও তার স্ত্রীকনস্টেবল রুবিনার বাসায় কাজ করতো হাফিজা। সে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরের মৃত লোকমান হাকিমেরকন্যা।খবর পেয়ে হাসপাতালে যেয়ে আহত মেয়েটির খোজ খবর নিয়েছি।

লবনচরা থানার কনস্টেবল রুবিনা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাফিজাকে ডাক্তারের কাছে নেয়া হয়েছিলো।সেখানে চিকিৎসক জানান হাফিজার সাথে কোন পুরুষের সেক্সুয়াল সম্পর্ক হয়েছে। একথা জানার পর বাসায় ফিরেহাফিজাকে জিজ্ঞাসবাদ করতেই সে দৌড়ে ছাদে গিয়ে নিচে লাফিয়ে পড়ে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment