জয়নুল-খোকন পুননির্বাচিত

জয়নুল-খোকন পুননির্বাচিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন পুনঃনির্বাচিত হয়েছন।

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আবারো নির্বাচিত হয়েছেন।

 

এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্যানেল ছাড়াও স্বতন্ত্রভাবে সভাপতি পদে দুইজন এবং সহ-সভাপতি, সম্পাদক ও সদস্য পদে একজন করে প্রার্থী রয়েছেন।

 

জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিহুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন-সংক্রান্ত কমিটিকে সহযোগিতার জন্য ৭০ আইনজীবীকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে লড়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে শেখ মোহাম্মদ মোরশেদ। পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলালউদ্দীন ও ড. মোহাম্মদ শামসুর রহমান, অর্থ সম্পাদক ড. মোহাম্মদ ইকবাল করিম, সহ-সম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।

 

অপরদিকে অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে সভাপতি ও এ এম মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেলের অন্যরা হলেন, সহ-সভাপতি ড. মো. গোলাম রহমান ভুইয়া, এম গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম, সদস্য ব্যারিস্টার সাইফুর আলম মাহমুদ, মো. জাহাঙ্গীর জমাদ্দার, মো. এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহদী হাসান।

 

এছাড়া স্বতন্ত্রভাবে পাঁচজন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন, সভাপতি পদে অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, ইউনুস আলী আকন্দ, সহ-সভাপতি পদে মো. আব্দুল জব্বার ভুইয়া, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার, ও সদস্য পদে তাপস কুমার দাস।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment