কাল নাজিরহাট পৌরসভা নির্বাচন, নৌকার ভোট হবে ভাগ বসাবে আরো ২ জন, ধানের ভোট একার

কাল নাজিরহাট পৌরসভা নির্বাচন, নৌকার ভোট হবে ভাগ বসাবে আরো ২ জন, ধানের ভোট একার

মোস্তাফা কামরুল, ফটিকছড়িঃ-
বহুল প্রতীক্ষিত ফটিকছড়ির উপজেলার নাজিরহাট পৌরসভা নির্বাচন কাল, নির্বাচন ঘিরে পৌর এলাকা জুড়ে গরম হাওয়া।নির্বাচন নিয়ে এত দিন স্লোগানে স্লোগানে মূখরিত ছিল হাট-বাজার রাস্তাঘাট।  ফটিকছড়ি পৌরসভায় দ্বি’মূখী লড়াই চললেও নাজিরহাটে তার দ্বিগুন। এইখানে প্রতিদ্বন্ধীতা হবে চার জনের মধ্যে। কে জিতবে এই মুহুর্তেও বলা যাচ্ছে না। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মুজিবুল হক চৌধুরী, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম সিরাজ উদ-দৌলা, নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী পরিবার সমর্থীত অাওয়ামীলীগ নেতা আনোয়ার পাশা এবং মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করছেন নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী মো. আলী আজম ছাদেক,,
তাছাড়া নির্বাচন করছেন তরিকত ফেডারশনের মুহাম্মদ শাহ জালাল ও সত্বন্ত্র প্রার্থী ইঞ্জি এম এ হায়াত।
একাধিক পৌরবাসী বলেন, বহুল প্রতীক্ষিত আমাদের প্রথম নির্বাচন, তাই নির্বাচনের আমেজটা ও বেশী। অনেকদিন আমরা পৌরবাসী অভিভাবকহীন ছিলাম, সুষ্ট নির্বাচনে জনগণের ভোটাধিকারের মাধ্যমে পৌরমেয়র নির্বাচিত হোক এটা আমাদের সাধারন জনগণের প্রত্যাশা। নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন করা নিয়ে নানান জটিলতা থাকায় আওয়ামীলীগের বড় একটি অংশ আওয়ামী পরিবার আনোয়ার পাশাকে সমর্থন দেয়, অন্যদিকে নৌকা ফিরে না আসলে উপজেলা আওয়ামীলীগ আ. লীগ নেতা ছাদেককে সমর্থন দেওয়ার গুঞ্জনশোনা গেলেও নৌকা ফিরে আসাতে তা আর হলোনা। তারা আর বলেন, আনোয়ার, মুজিব, ছাদেক রাজনীতি একি দলের হওয়ায় নৌকার ভোট এখন তিন ভাগে ভাগ হবে। অন্যদিকে বিএনপি কোন বিদ্রোহী প্রার্থী না থাকায় ধানের ভোট পাবে দৌলা একজন। তাই ধানকে এগিয়ে রাখা যায়, পাশে আওয়ামী পরিবারের নারিকেল গাছ প্রতীকের আনোয়ার পাশা। সর্বশেষ কে হাসবেঁ বিজয়ের হাসিঁ, দেখার আগ্রহে রয়েছেন ভোটার ও প্রতিদ্বন্ধী প্রার্থীরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment