ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় আহত ১০

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় আহত ১০
ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের সদর উপজেলার চুরখাই এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও পুরুষসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘনায় কোন নিহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালে পাঠিয়েছে। তবে আহতরা সবাই স্বজনের মৃত্যুর খবর শুনে বাড়ি যাচ্ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ ) সকাল ১০ টার দিকে সদর উপজেলার চুরখাই উইনারপাড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। তারা সবাই শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িঁপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন, কল্পনা (২২), শহীদুল্লাহ (৩৫), হমিদু্ল্লাহ (২০), রুজিনা (২২), শুক্কুর আলী (২৫), সোহাগ (৩০), শাকিলা (২২), শাপলা (৪০), রুবেল (২৬), ও ড্রাভার মানিক (৪০)। এদের মধ্যে আশঙ্খাজনক রয়েছে, হামিদুল্লা, শাপলা ও মানিক।

কোতুয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আহত হামিদুল্লাহর এক ফুফুর মৃত্যুর খবর শুনে মাইক্রোবাস যুগে গাজীপুর থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িঁপাড়া গ্রামে যাচ্ছিলেন। পরে সদর উপজেলার চুরখাই এলাকায় মাইক্রোবাসটি পৌছলে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ড্রাইভারসহ ১০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সবাই এখন চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্খাজন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment