টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন স্থগিত

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচন স্থগিতের এই আদেশ দেন।
মামলার বাদি বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

বাসাইল পৌরসভার মেয়র মজিবর রহমান জানান, সীমানা সংক্রান্ত ও ভোটার তালিকা জটিলতাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রায় দেড় মাস আগে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে হাইকোর্ট ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।
গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুয়ায়ী আগামী ১৫ মে ভোট গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নির্বাচন স্থগিতের বিষয়ে এখনো কোন চিঠি বা দির্দেশনা পাইনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment