উল্লাপাড়ায় একটি মাদ্রাসায় বিশ্ব বই দিবস উদ্যাপন

উল্লাপাড়ায় একটি মাদ্রাসায় বিশ্ব বই দিবস উদ্যাপন

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সোমবার সরাদেশ ব্যাপী বই দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের উল্লাপাড়া, বড় পাঙ্গাশী ইউনিয়ন চন্দ্র গাতী, আলিম সিনিয়র মাদ্রাসা   সকল শিক্ষার্থী দের অনাড়ম্বর পরিবেশে বই দিবস পালন করা হয়েছে।

সভাপতিত্ব করেন,জনাব:মো:বকুল হোসেন বকু, সভাপতি, চন্দ্র গাতী আলিম সিনিয়র মাদ্রাসা। প্রধান অতিথি: জনাব,তানভীর ইমাম সংসদ সদস্য,সিরাজগঞ্জ,৪উল্লাপাড়া। বিশেষ অতিথিবৃন্দ : এ্যাড, মারুফ বিন হাবিব,চেয়ারম্যান উল্লাপাড় উপজেলা ,জনাব,এস এম নজরুল, মেয়র,উল্লাপাড়া পৌর,,জনাব,ইন্জি শওকত ওসমান,চেয়ারম্যান সলপ ইউনিয়ন মীর আরিফুল ইসলাম (উজ্জল,) উপজেলা যুবলীগ আহবায়ক।
জনাব, হুমাযুন কবির লিটন,চেয়ারম্যান বড় পাঙ্গাশী ইউনিয়ন, জনাব, মনিরুজ্জামন পান্না, সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা ছাত্রলীগ, জনাব,আল আলামিন সরকার,চেয়ারম্যান পৃর্নিমাগাতী ইউনিয়ন।

উপস্থিত ছিলেন ভুমি দাতা, হাজি মুক্তার হোসেন, অধক্ষ,মাওলানা,নাসির উদ্দিন, সহ সকল শিক্ষক বিন্দু, মুক্তিযোদ্ধা, গাজী, আজাহার আলী খান,এলাকার সমাজ সেবক,মাওলানা আবু হানিফ (হেনা) মো:ইউসুফ আহম্মেদ রোকন,উল্লাপাড়া উপজেলা, ছাত্রলীগ। এলাকার গন্ন্যমান্য বিন্দু।

পাঠাভ্যাসে গুরুত্ব বিষয়ক আলোচনা   অনুষ্ঠিত ,র‌্যালী, হয় । প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের বই পড়তে আগ্রহী করাই ছিল এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment