ঘরের মাঠে লেগানেসকে হারাল রিয়াল

ঘরের মাঠে লেগানেসকে হারাল রিয়াল

লা-লিগায় শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে লিগানেসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। উড়তে থাকা রিয়াল ছিল এদিন ছন্নছাড়া। প্রথমার্ধে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদকে দ্বিতীয়ার্ধে খুঁজেই পাওয়া যায়নি।

এই লেগানেসের কাছে হেরেই কোপা দেল রে থেকে বাদ পড়ে রিয়াল। ঘরের মাঠে গতকাল সেই হারের প্রতিশোধ নেওয়ার প্রবণতা থাকলেও তেমন লড়াই করতে পারেনি স্বাগতিকরা।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগের জন্য দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে এদিন একাদশ সাজান জিনেদিন জিদান। ম্যাচ শুরু অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গ্যারাথ বেল। তবে গোলটি অফসাইড ছিল তবুও বাতিল হয়নি। ০-১ গোলে পিছিয়ে পরে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে লেগানেস।

২৫তম মিনিটে বেশ আক্রমনাত্মক হয়ে উঠে অতিথিরা। দিয়েগো রিকোর ফ্রি কিকে গেররেরোর হেড মিস করলে সেই যাত্রায় সমতায় ফিরতে ব্যর্থ হয় তারা।

৩৪তম মিনিটে রিয়ালের এগিয়ে থাকার সুযোগ আসে। কিন্তু দানিয়েলো কেবায়োসের জোরালো শট ঠেকিয়ে দেন লেগানেস গোলরক্ষক।

৪৪তম মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান বাড়ালো মায়োরাল। অতিথিদের একজনের মাথা ছুঁয়ে বল পেয়ে গেলে খুব কাছ থেকে জালে বল তিনি।

৬৫তম মিনিটে ব্যবধান কমায় লেগানেস। ডি বক্সে আমরাবাতের নিচু ক্রসে বল পেয়ে ঠিকানায় পাঠান ডারকো ব্রাসানাক। তার গোলে অতিথিরা ম্যাচে ফেরার আভাস দিলেও ম্যাচ শেষে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment