চলন্ত বাসে নারী যাত্রীদের ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে 

চলন্ত বাসে নারী যাত্রীদের ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সাভারে 
সাভার প্রতিনিধিঃ
চলন্ত বাসে নারী যাত্রীদের ধর্ষণের প্রতিবাদে সাভারে মানববন্ধনদ।সম্প্রতি সময়ে রাজধানীসহ বিভিন্ন জায়গায়   যাত্রীবাহি বাসে নারী যাত্রীদের ধর্ষণসহ ধর্ষণ চেষ্টার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাভারে।
শনিবার দুপুরে (২৮ এপ্রিল)সাভার সিটি সেন্টারের সামনে “সাভার ব্লাড ডোনেশন ক্লাবের” আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মনববন্ধন থেকে বক্তরা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। পাশাপাশি তারা গণপরিবহনে নারী যাত্রীদের যাত্রা নিরাপদ করতে সরকারসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধ শেষে সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিতে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি প্রান্ত, সাধারন সম্পাদক রায়হানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেনীর পেশার মানুষ অংশ নেয় ও প্রতিবাদ জানায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment