ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যা মামলার প্রধান আসামি গ্রফতার

ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যা মামলার প্রধান আসামি গ্রফতার

রিয়াজ উদ্দীন (ঝিনাইদহ) জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা দাস হত্যা মামলার প্রধান আসামি আনিসুর রহমান সর্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ এপ্রিল) ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিসুর রহমান উপজেলার চাপালি গ্রামের বদর উদ্দিন বদু সর্দারের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই এলাকার শ্মশান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। হলুদ ক্ষেত নষ্ট ও গাছের ডাল কাটাসহ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিলা দাসকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবনগর দাসপাড়া চিত্রা নদীর ধারে একটি আখ ক্ষেত থেকে মিলা দাসের মরাদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে নিহতের ছেলে বেজেন দাস ওরফে সাগর আনিসুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং ২২,তারিখ ২৯.৪.১৮,ধারা ৩০২/৩৪।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment