কেসিসি নির্বাচনে প্রচার-প্রচারণা ফিরেছে বিএনপি

কেসিসি নির্বাচনে প্রচার-প্রচারণা ফিরেছে বিএনপি

খুলনা প্রতিনিধিঃ-
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আবারো প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপি। বিএনপি’র মেয়র প্রার্থী মঞ্জু বলেন, খুলনায় হাজারো নেতাকর্মী গ্রেফতার হলেও বিএনপি নির্বাচন থেকে সরে আসবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এর আগে বুধবার রাতভর অভিযানে বিএনপির ১৯ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচনী কার্যক্রম আপাতত: স্থগিত ঘোষণা করে বিএনপি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে সরাতে ও নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়েছে। তিনি বলেন, ‘খুলনাবাসী সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটগ্রহণ দেখতে চায়। কিন্তু গ্রেফতার প্রক্রিয়ার মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে সরকার কাপুরুষতার পরিচয় দিয়েছে। সেই সাথে নির্বাচন কমিশনের ভূমিকা দেখে আমরা হতাশ হয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি এই নির্বাচনকে দলের চেয়ারপার্সনের মুক্তির আন্দোলন হিসেবে নিয়েছে। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে এবং যে কোন পরিস্থিতির মোকাবেলা করবে। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় নিয়ে নেতাকর্মীরা প্রচারণায় বের হবে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment