বিকাশ চন্দ্র প্রাং,স্টাফ রিপোর্টার, নওগাঁ ঃ
নওগাঁর মান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ব্যবসায়ি ও সেবনকারীসহ ৭জনকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর একটি টিম। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার পয়না গ্রামের মৃত অহির সোনারের ছেলে আব্দুর রশিদ সোনার (৫০), মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের ধীরেন্দ্রনাথের ছেলে দিলিপ চন্দ্র বিশ্বাস (৪৫), পার-এনায়েতপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (৩২), এনায়েতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সোহেল রানা ওরফে বাবু (২৫), শ্রীরামপুর গ্রামের আক্কাস আলীর ছেলে রাব্বানী (২৫), খুদিয়াডাঙ্গা গ্রামের খগেন্দ্রনাথের ছেলে চঞ্চল কুমার (২৬) ও গোবিন্দপুর গ্রামের সুধীর চন্দ্রের ছেলে সুনীল কুমার (৩৮)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও খন্দকার মুশফিকুর রহমান আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। তিনি জানান, আব্দুর রশিদ, দিলিপ চন্দ্র, আমজাদ হোসেন ও বাবুকে ৬ মাস, রাব্বানী ও চঞ্চল কুমারকে ১মাস এবং সুনীল কুমারকে ২মাসের কারাদন্ড দেয়া হয়েছে।#