সিরাজদিখানে বাচ্চু হত্যার প্রধান আসামী বন্দুক যুদ্ধে নিহত

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি, ইসমাইল খন্দকার:

লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামী জেএমবি সদস্য আব্দুর রহমান লালু (৩২) বুধবার রাত দুইটা ত্রিশ মিনিটে সিরাজদিখান থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। শাজাহান বাচ্চুকে হত্যার সময় ব্যবহৃত মোটর
সাইকেলসহ উদ্ধার করা হয়েছে ১ টি পিস্তল,৯ রউন্ড গুলি,২ টি ম্যাগাজিন । সিরাজদিখান থানার ওসি আবুল কালাম জানান,প্রকাশক বাচ্চুকে হত্যা পরিকল্পনার ছক আকে অনেক আগে থেকে সেই সূত্র ধরে ৪ জেএমবি বালুচর
ইউনিয়নের খাসমহল বালুচরে লাকী বেগমের টিনসেট ১ টি বিল্ডিং প্রায় ৩ মাসে আগে ভাড়া নেয় । সেখান থেকেই তারা শাজাহান বাচ্চুকে হত্যার দিনক্ষন টিক করে । এর আগে নিহত জঙ্গি আব্দু রহমানকে ২৪ শে জুন শ্রীপুরের মাওনা জঙ্গি আস্তানা থেকে থেকে আটক করে । নিহত জঙ্গি আব্দুর রহমান পঞ্চর গড় জেলার দেবীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের হোসেন
আলীর পুত্র ।গতকাল সিরাজদিখানে খাসমহল বালুচর জঙ্গিদের ভাড়া বাড়ী অভিযানের জন্য সিরাজদিখান থানা পুলিশসহ প্রশাসনের কয়েকটি টিম আব্দুর রহমানকে সাথে নিয়ে অভিযানে গেলে বালুচর ইউনিয়নের কালিনগর পৌছালে উৎপেতে থাকা জঙ্গিরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে এসময় জঙ্গি আব্দুর রহমান গুলি বিদ্ধ হয়ে মারা যায় । আহত পুলিশ সদস্য এ এস আই দেলোয়ার, এ এসআই হাসান সাঞ্জালি এবং কনস্টেবল মোশারফকে প্রথমে সিরাজদিখান স্বাস্থ্যকমপ্লেক্স পরে মুন্সীগঞ্জ সদর হাসাপাতালে ভর্তি করা হয়।গত ১১ ইজুন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় বিশাকা প্রকাশনীর মালিক এবং ব্লগার শাজান বাচ্চুকে(৫৫) গুলি করে হত্যা করা হয় ।ঘটনার পরদিন শাজাহান বাচ্চুর স্ত্রী অজ্ঞাত ৪ জনকে আসামী করেহত্যা মামলা করা হয় এবং ওই মামলার ২৪শে জুন আব্দুর রহমানকে আটক করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment