দোহারে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার : দোহার উপজেলায় গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে উপজেলা পরিষদ। বুধবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১শ জন ছাত্রছাত্রীর মাঝে ৪ হাজার টাকা করে নগদ চার লাখ টাকা বিতরণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী মিয়া,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য সুরুজ আলম সুরুজ,ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, মালিকান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আঃ খালেক,ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকলাল উদ্দিন আহমেদ, বিলাশপুর ইউনিয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো. রাশেদ চোকদারসহ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বৃত্তি প্রদানকালে সভাপতির বক্ত্যবে মো.আলমগীর হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় ব্যাপক উন্নতি হওয়ায় এখন বাংলাদেশও একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চাই। তাই মেধাবী শিক্ষার্থীর খুব গুরুত্ব রয়েছে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান মেধাবী করুন, মেধাবীদের বর্তমান সরকার নানান ভাবে সহযোগিতা করছে। সে লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে মেধাবীদের বৃত্তি প্রদান করছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment