পটুয়াখালীতে চলছে ০৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৮

পটুয়াখালীতে চলছে ০৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৮

 

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি :
“সবুজে বাচি, সবুজ বাঁচাই, নগর-প্রান-প্রকৃতি সাজাই ” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ০৭ দিন ব্যাপী বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন অভিযান ২০১৮ইং।
বৃহস্পতিবার ২৮ মে সকাল ১০ঘটিকায় পটুয়াখালী জেলা ব্যায়ামাগার চত্বর থেকে এ উপলক্ষে এক আনন্দ র‍্যালীর আয়োজন করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসন, উপকুলীয় বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসক ড.মাছুমুর রহমানের উপস্থিতিতে সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নুতন মাত্রা ” স্লোগানে র‍্যালিটি আনন্দমুখর হয়ে ওঠে।
র‍্যালী শেষে পটুয়াখালী জেলা ব্যায়ামাগার কক্ষে বৃক্ষমেলা-২০১৮ এর উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো.আমিনুল ইসলাম, জেলা বন কর্মকর্তা, উপকুলীয় বনবিভাগ এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড.মাছুমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মইনুল হাসান, পুলিশ সুপার, পটুয়াখালী। হৃদয় কৃষ্ণ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী।   আলহাজ্ব কাজী আলমগির, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, মিডিয়াকর্মী সহ সর্বস্তরের জনসাধারণ প্রমুখ।
বক্তারা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং এতে জনগনকে সচেতন করার উপায় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে নানা আয়োজনের মাধ্যমে ০৭ দিন ব্যাপী বৃক্ষমেলা-২০১৮ এর শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড.মাছুমুর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment