সিরাজদিখানে জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

 ইসমাইল খন্দকার, সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

সিরাজদিখানে  জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সকাল ১০ টায় র‌্যালী ও বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভাশেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনে পুরস্কার ও সম্মাননা সনদ পান, নিলয় কৃষ্ণ মন্ডল,সেলীনা পারভীন,লোৎফা আক্তার,মালখানগর ইউনিয়ন পরিষদ ও সূর্যের হাসি ক্লিনিক। উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ অতিথিদের মধ্যে উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নজরুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কেএন ইসলাম বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন,্ধসঢ়;উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলীরানি নাগ,কোলা ইউপি চেয়ারম্যান মীর লিয়াকত আলী, ডা. শহিদুল ইসলাম, ডা. শামসুন্নাহার লরিন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment