ভারতের প্রোজ্ঞা সোলিয়শন এর উদ্দ্যেগে লৌহজংয়ে অসহায় গরীব দুস্থদের মাঝে ছাগল বিতরণ

ভারতের প্রোজ্ঞা সোলিয়শন এর উদ্দ্যেগে লৌহজংয়ে অসহায় গরীব দুস্থদের মাঝে ছাগল বিতরণ

 মো. মানিক মিয়া, মুন্সীগঞ্জ॥

ভারতের প্রোজ্ঞা (PRAGYA) সোলিয়শন এর উদ্দ্যেগে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছাগল বিতরন করা হয়। বুধবার উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নে ২৭টি পরিবারের মাঝে দুটি করে ছাগল বিতরণ করা হয়। একটি মা ও একটি বাচ্চাসহ মোট ৫৪ টি ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও অন্বেষণ এনজিও’র প্রকল্প সমন্বয় মোস্তাফিজ কামালের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেন। এসময় বিশেষ অথিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন বেপারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুরুল ইসলাম, অন্বেষনের নির্বাহী পরিচালক মিতালি নুসরাত পারভিন, কনকসার আওয়ামী লীগের সভাপতি মনির হোসন মোড়ল প্রমূখ। এসময় আরোও উপস্থিত ছিলেন ভারত থেকে আগত প্রোজ্ঞা (PRAGYA) সোলিয়শনের ম্যানেজার ডা. হিন্না হেজাজি, টিম লিডার রিসার্স প্রোগ্রামার চিত্রাঙ্কা ব্যানাজি। ভারতের প্রোজ্ঞা (PRAGYA) সোলিয়শনের ম্যানেজার ডা. হিন্না হেজাজি বলেন,আমাদের সামাজিক প্রতিষ্ঠান থেকে আমরা বিভিন্ন দেশের গরীব অসহায় দুস্থ্যদের মাঝে আর্থিক সহযোগিতা করে থাকি। গত মঙ্গলবার সারাদিন লৌহজং উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়নের ঝাউটিয়া গ্রামের মানুষদের সুবিধা অসুবিধা দেখে আসছি। এবং আমরা আজ (গতকাল বুধবার) ২৭ টি পরিবাকে মা ও বাচ্চাসহ মোট ৫৪টি ছাগল বিতরন করেছি। আগামী আগষ্ট মাসের ২ তারিখে এ ২৭টি পরিারের মাঝে ওয়াটার ফিল্টার বিতরণ করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment