দোহারে নদী ভাঙন রোধে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের বাঁধ নির্মাণ

 স্টাফ রিপোর্টার :

সরকারের উন্নয়ন ফান্ডের বরাদ্দের অপেক্ষায় না থেকে দোহার উপজেলায় নারিশা ইউনিয়নের নারিশা খালপাড় পদ্মানদীর ভাঙনের কবল থেকে রক্ষা পেতে স্ব-উদ্যোগে বাঁশের বাঁধ নির্মাণ করেছে এলাকাবাসী। আসছে বন্যা মৌসুমে পদ্মানদীর ভাঙন প্রতিরোধে নারিশা খালপাড়বাসীকে একত্রিত করে শামীমা ইসলাম বিথী ও শওকত মিঠুর সম্মলিত অর্থায়নের মাধ্যমে ও এলাকাবাসীর সহযোগীতায় পদ্মানদীর ভাঙন রোধে এই বাঁশের বাঁধ নির্মাণ কাজ শুরু করেন। এলাকাবাসী জানায়- সরকারের পক্ষ থেকে নদী ভাঙন থেকে রক্ষায় কোনো কার্যকরী পদক্ষেপ দীর্ঘদিনেও না থাকায় উপজেলার নারিশা ইউনিয়নের নারিশাপাড় গ্রামে পদ্মানদী বর্ষা মৌসুমে ভাঙনের কবলে প্রতি বছর ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলিন হয়ে যায়। ফলে স্থানীয়রা স্ব-উদ্যোগে ঐ বাঁধ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। এদিকে উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা খালপাড়ের জনসাধারনের এই মহুতী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাঙন কবলিত মাঠের পশ্চিম পাশ থেকে ৮০০ মিটার পর্যন্ত এলাকা রক্ষার্থে বাঁশের বাঁধ নির্মাণ কাজে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ কাজের সাথে মিলিত হয়। দোহারের নারিশা ও মেঘুলা বাজারসহ এলাকা রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment