এম এস ৯২ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোটার :

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে অবস্থিত মালিকান্দা মেঘূলা স্কুল এন্ড কলেজের এস এস সি ব্যাচ – ১৯৯২ (এমএস-৯২) র উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেরে বাংলা মাঠে (এমএস-৯২) আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান ফুটবল টুর্ণামেন্ট ২০১৮। প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমার । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দিনদিন গ্রাম-গঞ্জের তরুণ সমাজ খেলাধুলা বিমুখ হয়ে যাচ্ছে। তরুনদের মাঠ মুখি করার ক্ষেত্রে যা যা করা দরকার আমি করবো। সুস্থ্য স্বাভাবিক জীবনের জন্য খেলার বিকল্প নাই। এ রকম একটা খেলা আয়োজন করার জন্য এমএস-৯২ কে ধন্যবাদ ও কৃতঙ্গ প্রকাশ করে। বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান টুর্ণামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ নিবন্ধন আইজি আর ড. কে এম আব্দুল মান্নান। উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মারুফ করিম, যগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল মামুন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, নারিশা ইউনিয়েনর আওয়ামীলীগের সভাপতি মো. শাহবুদ্দিন, সাধারণ সম্পাদক ও ঢাকা জেরা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা। সমাজ সেবক মিলন শিকদার, বরকত উল্লাহ, ইয়াকুব আকন্দ, আমেরিকা প্রবাসি মো. সাহিন, বাসার মৃধা, সালাহউদ্দিন, ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি মাজারুল ইসলাম রাকিব প্রমূখ। খেলায় অংশ গ্রহন করে কোলাপাড়া ড্যনি স্পোটিং ক্লাব. বনাম ধামরাই বিমল স্পোটিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত খেলায় দর্শকের মাঝে ছিল টানটান উত্তেজনায়র্ উদ্বোধনী খেলা সম্পন্ন হয়। ৫০ মিনিটের খেলায় ড্যানি স্পোটিং ক্লাব বিমল স্পোটিং ক্লাব ০-০ গোলে ড্র করে। পরে রেফারির চুরান্ত সিন্ধান্ত অনুযায়ি ট্রাইব্রেকারের সিন্ধান্ত হয়। ট্রাইব্রেকারে ধামরাইয়ের বিমল স্পোটিং ক্লাব ২ গোল করে এবং কোলাপাড়ার ড্যানি স্পোটিং ক্লাব ৩ গোল করে। ৩/২ গোলে বিজয়ী হয় ড্যানি স্পোটিং ক্লাব। রেফারীর দায়িত্বে ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালক মোসারফ হোসেন। খেলার সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন এমএস ৯২ ব্যাচের সাজ্জাত হোসেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment