জামালপুরে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ কুইজ প্রতিযোগিতা শুরু

 মো: বিল্লাল হোসাইন ,জামালপুর প্রতিনিধি :

জামালপুরে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা। জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিনের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে শহরের পাথালিয়ায় হযরত শাহ্জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন হযরত শাহ্জামাল (রহ:) স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখের ও এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, শহর আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুকুল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক তারিফ হোসেন বাবু প্রমুখ। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক উসমান গনি মুছা, শহর আওয়ামী লীগের সহসভাপতি খলিলুর রহমান আকন্দ, শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাঈদা আক্তার, জেলা যুব মহিলালীগের যুগ্মআহ্বায়ক নাজনীন আক্তার রুমি, ফারজানা আক্তার সোমা, হযরত শাহ্জামাল (রহ:) স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষিকা আফরোজা সুলতানা বেলী, শরীর চর্চা শিক্ষক আব্দুল মোতালেবসহ শিক্ষকমন্ডলী ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আব্দুল্লাহ আল-সাদি সিয়াম। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ছয়টি বই তুলে দেন। এ কুইজ প্রতিযোগিতা শহরের ১৫টি ওয়ার্ডে ১৫টি মাধ্যমিক স্কুলে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ক্যাপশন : সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment