আফগানিস্তানে ন্যাটোর তিন সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর তিন সেনা নিহত হয়েছেন।

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারের খালাজাই এলাকায় রবিবার স্থানীয় সময় সকাল ছয়টায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আফগান বাহিনীর সঙ্গে হেঁটে পেট্রলিং করার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় দুই আফগানসহ আরো চার সেনা আহত হয়েছে।

জঙ্গি গোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। পাশাপাশি হামলায় আট আগ্রাসী মার্কিন নেতা নিহত হয়েছে বলে তালেবান দাবি করেছে।

আমেরিকার নেতৃত্বে ২৮ জাতির ন্যাটো জোট ২০০১ সালে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায়। ওই আগ্রাসনের পর এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে এবং শত শত কোটি ডলার মূল্যের সম্পদ বিনষ্ট হয়েছে। তবে যে তালেবানকে উৎখাতের কথা বলে আগ্রাসন চালানো হয়েছিল তারা আজও যথেষ্ট শক্তিশালী।

এদিকে আরেক উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানে তাদের অবস্থান ধীরে ধীরে শক্তিশালী করছে। তালেবান এবং দায়েশ এখন আফগান জনগণ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment