রাশিয়ার আইনজীবীর সঙ্গে পুত্রের সাক্ষাতের খবর স্বীকার ট্রাম্পের

রাশিয়ার আইনজীবীর সঙ্গে ২০১৬ সালের জুনে ছেলের সাক্ষাতের খবর স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, বিরোধী (হিলারি ক্লিনটন) সম্পর্কে তথ্য পেতে তার ছেলে ওই সাক্ষাৎ করেন। এ বিষয়টি (বিরোধী সম্পর্কে গোপনে তথ্য জানা) বৈধ এবং রাজনীতিতে সবসময় এটা হয়ে আসছে।

ক্রেমলিন ভিত্তিক আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সাথে বৈঠকের বিষয়ে এই প্রথম ট্রাম্পে এই প্রথম এত সোজা-সাপ্টা বিবৃতি দিয়েছেন।
দেশটির বিশেষ পরামর্শক ও এফবিআইয়ের সাবেক প্রধান নির্বাহী বিশেষ পরামর্শক রবার্ট মুলার ২০১৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে রাশিয়ার আঁতাত নিয়ে তদন্ত করছেন।

এর আগে দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থা দাবি করেছে, ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে চেষ্টা করেছে রাশিয়া। ওই নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। তবে এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন ট্রাম্প।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment