নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা থেকে বাঁচুন’ স্লোগানে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে ‘ট্রাফিক সপ্তাহ’ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্তর চৌরঙ্গি মোড়ে সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম,  সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম ডাবলু, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা ট্রাক ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু বক্তব্য দেন।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে এতাত্মতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা আমাদের দেখিয়ে দিয়েছে সমস্যাটা কোথায়। আমরা যেটি পারিনি তারা সেটি করেছে। আইন বাস্তবায়নে  ব্যর্থতার দায়ভার শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে নয় সবাইকে নিতে হবে।

তিনি বলেন, আমরা নিরাপদ থাকতে চাই। এজন্য যা যা করা দরকার এখন থেকে পুলিশ তাই করবে। সড়কে যান চলবে আইন অনুযায়ী। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস না থাকলে কোন ছাড় দেয়া হবে না।
পরে মোটরসাইকেল, বাস ট্রাক, সরকারী যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন পুলিশ সুপার।

এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, নীলফামারী থানার অফিসার ইনচার্জ বাবুল আখতার, পরিদর্শক (অপারেশন) আজগর আলী, ট্রাফিক পরিদর্শক সেলিম হোসেন উপস্থিত ছিলেন। এরআগে সচেতনতামূলক র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment