ইসরায়েলের জন্য সামরিক সাহায্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের জন্য মার্কিন বার্ষিক সামরিক সাহায্যের পরিমাণ বেড়ে ৩৮০ কোটি ডলার ছাড়িয়ে যাচ্ছে। এজন্য মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। মার্কিন এই সামরিক সাহায্য বাড়লে ইসরায়েলের প্রতিটি পরিবার বছরে ২৩ হাজার ডলার পাবে।

আমেরিকার মিনেসোটাভিত্তিক নিউজ ওয়েবসাইট ‘মিন্টপ্রেস’ শুক্রবার এ খবর দিয়েছে। তবে আমেরিকার গুরুত্বপূর্ণ কোনো গণমাধ্যম এ খবরটি প্রকাশ করেনি।

গত বুধবার আমেরিকার সিনেটররা ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথারাইজেশন অ্যাক্ট অব ২০১৮’ নামে বিলটি পাস করেন। সিনেটে বিলটি পাস হওয়ার কারণে প্রতিনিধি পরিষদেও তা পাস হওয়ার পথ পরিষ্কার হয়েছে। চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে বিলটি পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে এ বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। আমেরিকার পক্ষ থেকে দেয়া এই সহযোগিতার মধ্যে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রকল্পে ব্যয় হবে ৫০ কোটি ডলার এবং ইসরায়েলের ভেতরে মার্কিন অস্ত্রের মজুদ গড়ে তোলার জন্য ধার্য করা হয়েছে ১০০ কোটি ডলার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment