সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন

 মিলাদ হোসেন অপু, ভৈরব প্রতিনিধি ॥

রাজধানীর বিভিন্ন স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঢাকার সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ৭২ ঘণ্টার যে আল্টিমেটাম দিয়েছে তা একাত্ব ঘোষণা করে কিশোরগঞ্জের ভৈরবে রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ভৈরব শাখার আয়োজনে মানববন্ধন করে ভৈরবের সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। আজ সকাল ১০টায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বরে রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি ভৈরব শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবীর সভাপতিত্বে মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন কাজল, দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ভৈরব শাখার সভাপতি এম.এ লতিফ, দৈনিক প্রথম আলো পত্রিকা নিজস্ব প্রতিবেদক ও ভৈরব সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লা, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলা ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা, বৈশাখী টিভি ও বাংলাদেশ খবর ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি যুগ্ম সম্পাদক ও দৈনিক দিনকাল ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমান, গাজি টিভি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, দৈনিক রূপালী দেশ সহকারী সম্পাদক এম.আর সোহেল, দৈনিক শতাব্দীর কণ্ঠ ভৈরব প্রতিনিধি আবুল কালাম আজাদ, একাত্তর টিভি ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবুসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পত্রিকার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বস্তুনিষ্ঠু, দায়িত্বশীল সাংবাদিকতা বিশেষভাবে প্রয়োজন। সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা নিশ্চত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এজন্য সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব। এ সময় বক্তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলেন, সংঘবদ্ধ দুর্বৃত্তের দ্বারা সংবাদকর্মীদের উপর সশস্ত্র আক্রমণের মত সংগঠিত হচ্ছে। কিন্তু তারা সে অপরাধ ঠেকানোর চেষ্টা না করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এটা কোন আইনের শাসন ভিত্তি রাষ্ট্র বা সমাজের চিত্র হতে পারে না। ঢাকার বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক চাই দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহ করার সময় সংবাদ মাধ্যমের কর্মীদের উপর একদল সন্ত্রাসী যে হামলা চালিয়েছেন তার তীব্র নিন্দা জানান। মাববন্ধনের সার্বিক সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ক্লাব ইউনিটি সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক মো. আলাল উদ্দিন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment